Skip to main content

Posts

Showing posts from July, 2025

Featured

গোলাপ ফুল সুন্দর...

গোলাপ ফুল সুন্দর...  একদিন এক বাগানে একটি লাল গোলাপ ফুল ফুটেছিল। তার পাপড়িগুলো যেন রক্তিম আভা ছড়িয়ে সূর্যের আলোকে লজ্জা দিচ্ছিল। বাগানের অন্য ফুলগুলোও তাকে অবাক হয়ে দেখছিল। গোলাপটি ভাবছিল, “আমিই তো সবার মধ্যে সবচেয়ে সুন্দর।” একদিন হালকা বাতাস এলো। গোলাপের পাপড়িগুলো বাতাসের ছোঁয়ায় দুলতে লাগল। দূর থেকে এক ছোট্ট প্রজাপতি উড়ে এসে গোলাপের কাছে বসল। গোলাপটি মিষ্টি হেসে বলল, “তুমি কেন এলে?” প্রজাপতি মৃদু স্বরে বলল, “তোমার সৌন্দর্য আমাকে টেনেছে, কিন্তু শুধু সুন্দর হলেই তো যথেষ্ট নয়। যদি তুমি মিষ্টি সুবাস ছড়াও, তবেই সবাই তোমাকে ভালোবাসবে।” গোলাপ তখন বুঝল, সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও থাকতে হয়। সে তার সুবাস চারদিকে ছড়াতে লাগল। বাগানের প্রতিটি প্রাণী গোলাপকে ভালোবাসতে শুরু করল। শিক্ষা: সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, মনের সৌন্দর্যই মানুষকে (বা ফুলকে) সবার প্রিয় করে তোলে।

গোলাপ ফুল সুন্দর...